সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে উত্তীর্ণ ৫৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে। যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। এক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা ২০ বা ২১ জন করে। এই পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধি অনুযায়ী পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।
রোল নম্বরসহ বিস্তারিত সময়সূচি জানতে …এখানে ক্লিক করুন।
সারাদিন/১১ ডিসেম্বর/এমবি