ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন হাসপাতালে
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ জন ঢাকায় এবং ১৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ সময়ে কারো মৃত্যু হয়নি।
শনিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৪ জন।
বাংলাদেশে ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যায় ৯৩ জন। তারপর থেকে কিছু ডেঙ্গু রোগীর দেখা মিলত প্রতি বছর। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জন মারা গেছে।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে এই ডেঙ্গুতে মারা যায় ১৭৯ জন। ২০২০ সালে মারা যায় সাতজন এবং ২০২১ সালে মারা যায় ১০৫ জন।
সারাদিন. ৭ জানুয়ারি