জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। ঋণ খেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার (৩০ এপ্রিল) গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ফরিদুল ইসলাম বলেন, একটি গার্মেন্ট কারখানার ঋণের গ্যারান্টার ছিলেন জাহাঙ্গীর আলম। ওই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ার কারণে গ্যারান্টার হিসেবে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করা হয়।

এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল আজ। এই সিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. জাহাঙ্গীর আলম। একই পদে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনকেও দাঁড় করিয়েছেন।

গত ১৫ এপ্রিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড গাজীপুর সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে মনোনয়ন দেয়। ইতোমধ্যেই দলীয় প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নির্বাচনসংক্রান্ত কর্মকাণ্ড দেখভালের জন্য ২৮ সদস্যের কেন্দ্রীয় বিশেষ কমিটিও গঠন করেছে আওয়ামী লীগ। এর টিম লিডার করা হয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে। আর সমন্বয়ক করা হয়েছে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে। এছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই কমিটির উপদেষ্টা হিসেবে আছেন।

Nagad