আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ব্লিঙ্কেনের ঘোষণা
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী নতুন যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। ৩ মে যুক্তরাষ্ট্র নতুন এই ভিসা নীতির বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।অ্যান্টনি ব্লিঙ্কেন প্রথমে টুইট করে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তের কথা জানান। পরে এ বিষয়ে তাঁর বিস্তারিত বিবৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ সম্মেলনেও বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা সূত্র: প্রথম আলো


কৃষক পর্যায়ে পেঁয়াজ ৬০ টাকার ওপরে
দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর, রাজবাড়ী ও পাবনায় ৬০ টাকার নিচে পেঁয়াজ নেই। পাবনায় গতকাল বুধবার কৃষকরা পাইকারদের কাছে পেঁয়াজ বিক্রি করেছেন কেজি ৬৫ থেকে ৬৭ টাকা দরে। ফরিদপুর ও রাজবাড়ীতে কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকায়।রাজধানীতে গতকাল পাইকারি পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ৬৮ টাকায়, আর খুচরা পর্যায়ে ৮০ টাকা।কৃষকদের কাছ থেকে কেনার পর পাবনায় পাইকাররা গতকাল পেঁয়াজ বিক্রি করেছেন কেজি ৬৯ থেকে ৭০ টাকায়। রাজবাড়ীতে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। আর ফরিদপুরে বিক্রি হয়েছে ৬৫ টাকা কেজি।ক্ষেত থেকে উত্তোলনের মাত্র এক মাসের মাথায় পেঁয়াজের দাম এই পর্যায়ে এসেছে। সাধারণ ক্রেতারা হিমশিম খেলেও দাম বাড়ায় পেঁয়াজ চাষিদের মুখে হাসি ফুটেছে। সূত্র: কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়: শাহরিয়ার আলম
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’। যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, ‘এটা কোনো স্যাংশান (নিষেধাজ্ঞা) নয়। এই ব্যাপারে বিএনপি’র উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
রফতানি বাজারে মন্দা
দুশ্চিন্তায় দেশের জিন্স উৎপাদনকারীরা
বাংলাদেশে পোশাক খাতের অন্যতম রফতানি পণ্য ডেনিম (জিন্স) কাপড় ও এতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক। পশ্চিমা (যুক্তরাষ্ট্র ও ইইউ) বাজারে একক জিন্স পণ্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এ খাতের ব্যবসায় দেশের উদ্যোক্তাদের বড় অংকের বিনিয়োগও রয়েছে। যদিও রফতানির বাজারগুলোয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধসৃষ্ট মন্দা ও মূল্যস্ফীতির চাপ এখন বাংলাদেশে জিন্স উৎপাদনকারীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বাজারগুলোয় তাদের রফতানি কমে এসেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন না হলে সামনের দিনগুলোয় বিপত্তির মাত্রা বাড়বে বলে আশঙ্কা তাদের। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুযায়ী, দেশী মালিকানাধীন ৪০টির মতো কারখানা এখন ডেনিম ফ্যাব্রিক্স উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে। কারখানাগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতা আট কোটি গজ। এ খাতে উদ্যোক্তাদের বিনিয়োগের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা। এ বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে এখন শঙ্কা তৈরি করছে রফতানি বাজারগুলোর পরিস্থিতি। ২০২৩ পঞ্জিকাবর্ষের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ডেনিম পণ্য রফতানি কমেছে ৩৩ শতাংশ। এ ব্যবসা কমার প্রভাব দেখা যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনেও। সূত্র: বণিক বার্তা।
মহাসড়ক যেন বাড়ির আঙিনা
রংপুর-ঢাকা মহাসড়কে রংপুরের মডার্ন মোড় থেকে মিঠাপুকুর উপজেলার ১২ কিলোমিটার অংশকে ব্যবহার করা হচ্ছে ধান ও খড় শুকানোর কাজে। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়কটি। তাতে ব্যস্ত এই সড়কে যানবাহন চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে চালকদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয়রা। রংপুর-ঢাকা মহাসড়ক সারা দেশেরই অন্যতম ব্যস্ত একটি সড়ক। রংপুর বিভাগের আটটি জেলার সঙ্গে ঢাকাসহ অন্যান্য এলাকার যোগাযোগ এই মহাসড়কের ওপর নির্ভরশীল। স্থানীয়রা বলছেন, বোরো ধানের মৌসুম এলেই এই সড়কটিকে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করে থাকেন কৃষকরা। চলতি বোরো মৌসুমেও দেখা যাচ্ছে একই চিত্র। তাতে মহাসড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় দ্রুতগতির যানবাহনগুলোকে বেগ পেতে হচ্ছে এখান দিয়ে চলতে।মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে ট্রাকচালক নাজমুল বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে ধান ও খড় শুকানোর কারণে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। বিশেষ করে ধানের ভেজা খড়ের ওপর দিয়ে ট্রাক চালানো ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা মানুষ মরলে চালককে সবাই দোষ দেন। কিন্তু সড়কের ওপর যে অবৈধভাবে ধান ও খড় শুকানো হচ্ছে, সেটা কেউ দেখছেন না। সূত্র: দৈনিক বাংলা।
ইসি রাশেদা সুলতানার টেলিফোনে নির্দেশ
দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন
ঢাকায় বসে সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ পর্যবেক্ষণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে অনিয়ম ধরা পড়ে। অনিয়মের বিষয়টি দেখা মাত্রই নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা টেলিফোনে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সিটি নির্বাচনের ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় এ অনিয়ম দেখতে পান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে আছেন। তিনি কারও কথা শুনছেন না। তিনি বেরও হচ্ছেন না। ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন। তার কারণে ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন।এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজের চিত্র মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন। সকাল পৌনে ১০টা পর্যন্ত একটি কেন্দ্র ছাড়া আর কোনো কেন্দ্রে অনিয়মের চিত্র পাওয়া যায়নি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ছাড়াও আরও চারজন নির্বাচন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত ওই কক্ষে দুই ঘণ্টা পর পর কিছু সময়ের জন্য সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সূত্র: সমকাল
চট্টগ্রাম ওয়াসা
বকেয়া দেয় না সরকারি সংস্থাই
১০ প্রতিষ্ঠানের কাছে পাওনা ১৩ কোটি টাকা
সরকারি ১০ সংস্থার কাছেই চট্টগ্রাম ওয়াসার পাওনা ১৩ কোটি ৬৩ লাখ ৮ হাজার ৫৫৫ টাকা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিলগুলো বকেয়া আছে। সংস্থাটি সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। এর আগে গত বছরের ৩১ অক্টোবরও একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সাধারণ গ্রাহকের অভিযোগ, একজন গ্রাহকের মাত্র দুই থেকে তিন মাসের বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অথচ এখানে মাসের পর মাস বিল দেওয়া হচ্ছে না। একেকটি সংস্থার কোটি টাকা বকেয়া। সরকারি সংস্থাগুলো কেন বিল দেয় না তা খতিয়ে দেখা উচিত। ওয়াসার রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, সরকারি শীর্ষ ১০ সংস্থার মধ্যে প্রথমে আছে গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। সংস্থাটি ৫০টি সংযোগ নিয়ে বকেয়া রেখেছে ৪ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ১৯৯ টাকা, ১৩টি সংযোগ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বকেয়া রেখেছে ১ কোটি ৫৭ লাখ ৯১ হাজার ৮৭০ টাকা, ৯১টি সংযোগ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে পাওনা ১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৫৭০ টাকা, ২৮টি সংযোগ নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে পাওনা ১ কোটি ২৪ লাখ ৭ হাজার ৬৫৪ টাকা, ২৪টি সংযোগ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কাছে পাওনা ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ১৮ টাকা, ১৪টি সংযোগ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পাওনা ৮৫ লাখ ৫১ হাজার ৮০৫ টাকা, ১১টি সংযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কাছে পাওনা ৮ লাখ ৬০ হাজার ২৮২ টাকা, ১৬টি সংযোগ নিয়ে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কাছে পাওনা ৭১ লাখ ১৯ হাজার ৮২৭ টাকা, ৩১টি সংযোগ নিয়ে পুলিশ বিভাগের কাছে পাওনা ৬৫ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা এবং ৩৪টি সংযোগ নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা ৬৪ লাখ ৩৯ হাজার ৪৬ টাকা। সূত্র: বিডি প্রতিদিন ।
গাজীপুর সিটিতে ভোট আজ
কে হচ্ছেন নগর অভিভাবক
আলোচনায় আজমত উল্লা ও জায়েদার নাম * ইভিএমে ভোট, কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা * নৌকা প্রতীকের পক্ষে ভয় দেখানোর দায়ে এক কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল
গাজীপুর সিটি করপশন (গাসিক) নির্বাচন আজ। আজকের ভোটেই জানা যাবে কে হচ্ছেন নগরপিতা।আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান না সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিনসহ মোট আটজন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূলত দুজনকে ঘিরেই নগরজুড়ে আলোচনা।শেষ হাসি কে হাসবেন-ব্যালটেই তা নির্ধারণ হবে। বহুল আলোচিত এ নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ।আজকের দিনটি ঘিরে গাজীপুরে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনই শঙ্কাও বিরাজ করছে। ভোট উপলক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধিনিষেধ। নির্বাচনে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন আজমত উল্লা খান ও জায়েদা খাতুন। বুধবার নিজ বাসায় আজমত উল্লা খান বলেছেন, ‘মানুষের গণজোয়ার দেখে মনে হয়েছে উৎসবমুখর পরিবেশে ভোট হবে। সূত্র: যুগান্তর
‘যুক্তরাষ্ট্র থেকে ১২৯ কোটি টাকার সয়াবিন তেল কিনবে বাংলাদেশ সরকার’
বাংলাদেশে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের ভিসা দেবেনা আমেরিকা। অন্যদিকে কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমেরিকার একটি কোম্পানির কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আজ। এসব খবর বাংলাদেশের সংবাদপত্রে প্রাধান্য পেয়েছে।যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার – দৈনিক ইত্তেফাকের এই খবরটিতে বলা হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান কেনা হচ্ছে ৭০ লাখ লিটার এবং যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।চিনির পর যুক্তরাষ্ট্র থেকে এবার সয়াবিন তেল কিনবে সরকার – এই শিরোনামে খবর দিয়েছে দৈনিক বাংলা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাক্সেনচুয়াল টেকনোলজির কাছ থেকে প্রতি লিটার ১৪০ টাকার দরে সয়াবিন তেল কেনা হবে। এছাড়া বাংলাদেশের সিটি এডিবল অয়েলের কাছ থেকে ১৮২ টাকা ৬৫ পয়সা লিটার দরে সয়াবিন তেল কেনা হবে। সূত্র: বিবিসি বাংলা।
‘ভালো পরিবেশে’ ভোট দিয়ে জায়েদা বললেন, জয়ের ব্যাপারে আশাবাদী
ভোটের পরিবেশ ভাল এবং সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন।বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার লাগোয়া এ সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী।এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে গাজীপুরের বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম।ভোটকেন্দ্র থেকে বের হয়ে এই স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের বলেন, “ইনশাল্লাহ ভোটের পরিবেশ ভালো। এইভাবে যদি ভোট হয় তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনারা সবাইকে ভোট দিতে ডাকেন। ইভিএম নিয়ে কোনো অভিযোগ নেই জানিয়ে টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলেন, “আমার কাছে ভালো লাগছে।” সূত্র: বিডি নিউজ