নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) এবং মোঃ মোতাহার হোসেন (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারনঞ্জদী গ্রামের মাসুদ রানা (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।