ইমনের সুরে চিত্রনায়িকা জাহারা মিতুর ‘সইর্ষার ফুল’
নতুন প্রজন্মের চিত্রনায়িকা জাহারা মিতু এবার ঈদে চলচ্চিত্রের পর্দায় না থাকলেও মিউজিক ভিডিওতে থাকছেন। ঈদে তিনি ‘সইর্ষার ফুল’মিউজিক ভিডিওতে তার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করবেন। গানের তালে তালে তার রূপের ঝলকে সবাইকে মাত করবেন।
আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে, সৈয়দ আশিক রহমান প্রযোজিত আরজু আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘সইর্ষার ফুল’শিরোনামের মিউজিক ভিডিওটি। মোফাসসল আলিফ এর কোরিওগ্রাফি করেছেন।


মিউজিক ভিডিওর গানটি লিখেছেন এ মিজান। শওকত আলী ইমনের সুরে আর গানটি গেয়েছেন চন্দ্র রায়।
বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় ঈদুল আজহা উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত আরটিভি মিউজিকের প্রকাশিতব্য ভিডিওতে মিতুকে দেখা যাবে
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে জাহারা মিতু শোবিজ দুনিয়া আসেন। এরপর ২০১৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন। ২০২২ সালে তার অভিনীত সিনেমা ‘জয় বাংলা’মুক্তি পায়।