শৈলকুপায় ঝাল ক্ষেতে ছাগল প্রবেশ, সংঘর্ষে ৩ নারী আহত
ঝিনাইদহের শৈলকুপায় ঝাল ক্ষেতে ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে ৩ নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, দেবীনগর গ্রামের হাফিজ মন্ডল বাড়ির পাশে ২৬ শতক জমিতে ঝাল ও বেগুন চাষ করেছেন। দুপুরে হাফিজ এর ছোট ভাই জাহিদুল, মিরাজ ও তাদের স্ত্রী সন্তানেরা হাফিজ এর ঝাল ও বেগুন ক্ষেতে ছাগল খাওয়ানো শুরু করে। এসময় হাফিজ এর স্ত্রী ফুলমতি নিষেধ করলে তাকে পিটিয়ে আহত করে। মায়ের চিৎকারে মেয়ে আসমা ছুটে আসলে তাকেও মেরে আহত করে। শুধু তাই নয় আসমার ১২ বছরের মেয়েকেও পিটিয়ে গুরুত্বর আহত করে তারা। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হাফিজ এর মা চন্দনা খাতুন জানান, আমার বড় ছেলে হাফিজ এর সাথে ছোট ছেলে জাহিদুল, মিরাজ ও তাদের স্ত্রী সন্তানেরা জমিজমা বিরোধের জের ধরে শত্রুতা করে মারধর করেছে।
হাফিজ মন্ডল জানায়, জমিজমা নিয়ে আমার ভাইয়েরা আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করছে । তাদের ভয়ে আমি ও আমার ছেলে বাড়িছাড়া রয়েছি। আমাকে মারতে না পেরে ছোট ভাই জাহিদুল, মিরাজ, ভাতিজা রাজু, রানুসহ বেশ কয়েকজন আমার স্ত্রী, মেয়ে ও নাতনিকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জমিতে ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।