ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাজার ছাড়ালো আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু সংক্রমণে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গুতে নতুন করে ১০৫৪ জন আক্রান্ত হয়েছেন। আজকের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৪ জন ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেওয়া হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে।


সংবাদ বুলেটিনে বলা হয়, এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৭ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন এবং ঢাকার বাইরে ৪২৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরের অন্যান্য বিভাগে ৯৯৭ জন।
প্রসঙ্গত, গতবছর ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।