বাড়ছে সাধারণ মানুষের হা-হুতাশ, পাঙাশ-তেলাপিয়াও এখন দামি মাছ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

দিনে দিনে দ্রব্যমূল্য বাড়ছেই। বাড়ছে সাধারণ মানুষের হা-হুতাশ। বাজারে গিয়ে কপালে ভাঁজ পড়ছে সীমিত আয়ের মানুষের। সপ্তাহ দুয়েক আগেও রাজধানীর বাজারগুলোয় যে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০ থেকে ১৭০ টাকা; এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।অনেক পাড়া-মহল্লায় ২০০ টাকা কেজি বিক্রি হতেও দেখা গেছে।

একইভাবে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়। ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে। তবে এক হালি কিনতে গেলে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫০ টাকা।

বাজারে মাছের সরবরাহও স্বাভাবিক। এরপরও এমন কোনো মাছ নেই, যার দাম বাড়েনি। ইলিশের গায়ে যেন হাতই দেওয়া যাচ্ছে না। সাধারণত স্বল্প আয়ের ক্রেতাদের ভরসা পাঙাশ, তেলাপিয়া, চাষের কৈ, সিলভার কার্প ও নলা (ছোট রুই) জাতীয় মাছ। সেগুলোর দামও বাড়ছে।

বাজারে আলুর দামে এখনও স্বস্তি ফেরেনি। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্যটি। অপরদিকে পেঁয়াজ, আদা, চিনি, ভোজ্যতেলসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের উচ্চমূল্যেই স্থিতিশীল রয়েছে।