আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কৃষ্ণ সাগরে রাশিয়ার বন্দরে ড্রোন হামলা
কৃষ্ণ সাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের কাছে ড্রোন হামলার খবর পাওয়া গছে। রাতভর সেখানে বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিড়িও ফুটেজ বন্দরে ব্যাপক বিস্ফোরণ দেখা গেছে। এই বন্দরটি রাশিয়ান রপ্তানির প্রধান কেন্দ্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নৌ ঘাঁটিতে ইউক্রেনের আক্রমণ তারা প্রতিহত করেছে। মস্কো বলছে, নৌ ঘাঁটির বাইরের পোতাশ্রয়ে পাহারা দেওয়া রাশিয়ান জাহাজগুলো থেকে ড্রোনগুলো দেখা গেছে। এসব ড্রোন তারা ধ্বংস করেছে। সূত্র; সমকাল


ট্রুডো-সোফির বিচ্ছেদ নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের ঘোষণা নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও সোফি বিচ্ছেদের ঘোষণা দেন। এ নিয়ে তসলিমা নাসরিন লিখেছেন, তিনি ভাবতেন, দুনিয়াতে তিনিই বুঝি খুঁতহীন, নির্ভেজাল সম্পর্ক চান। ছোটলোকির সঙ্গে, প্রভুত্ব ফলানোর সঙ্গে আপস একেবারেই করেন না তিনি। এখন দেখছেন, তাঁর চেয়ে বেশি নিখুঁত সম্পর্কে বিশ্বাস করেন সোফি।তসলিমা নাসরিন লিখেছেন, তিনি যদি সোফি হতেন, কোনো দিনই ট্রুডোর মতো এমন সুদর্শন, আদর্শবান, মানবিক ও এমন পাগল করা প্রেমিককে ত্যাগ করতেন না। সোফি আলাদা হয়েছেন ট্রুডো থেকে। এমন নিখুঁত সুপুরুষের কি সত্যিই কোনো খুঁত থাকতে পারে! সূত্র; প্রথম আলো
তৃতীয় ফৌজদারি মামলা
প্রেসিডেন্ট পদে অযোগ্য হতে পারেন ট্রাম্প
২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দিতে নজিরবিহীন সহিংসতার মামলাকে কেন্দ্র করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফৌজদারি অপরাধের গুরুতর দায় নিয়ে তিনি আগামী নির্বাচনের প্রচারণা কিভাবে চালাবেন বা জয়লাভ সাপেক্ষে কিভাবে দায়িত্বভার গ্রহণ করবেন—এ রকম প্রশ্নের শেষ নেই। মার্কিন সংবিধান অভিযুক্ত তথা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ গ্রহণে বাধা না দিলেও তিনি আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হতে পারেন। বিশ্লেষকদের মতে, সত্যিকার অর্থে মার্কিন বিচারব্যবস্থার হাতে ট্রাম্পের আবার প্রেসিডেন্ট হওয়া রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে।প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না? যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর বদৌলতে ডোনাল্ড ট্রাম্পের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ কেড়ে নেওয়া সম্ভব। গত বছর নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এই বিধান ব্যবহার করেই কাউন্টি কাউন্সিলরকে পদ থেকে সরানো হয়। মার্কিন গৃহযুদ্ধের পরিসমাপ্তির পর থেকে এটিই প্রথম কোনো জনপ্রতিনিধিকে অনুরূপ অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে। এই সংশোধনী ট্রাম্পকে চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেনে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
ইউক্রেনে হামলা শুরুর দেড় বছর পার হতে চলল। তবে রাশিয়ার প্রায় এক দফা হামলায় ইউক্রেনীয়দের মৃত্যুর সংখ্যাই বেশি। এ যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ দাবি করেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে ৪৯৯ শিশু রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মুক্ত করার পর নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যাবে। তখন নিহতের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। ইউরি বেলোসভ বলেন, প্রসিকিউটর অফিস যে পরিসংখ্যান দিয়েছে তা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিল রয়েছে। এর আগে ৭ জুলাই রুশ হামলায় ইউক্রনে নিহত মানুষের সংখ্যা প্রকাশ করে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ৫ শতাধিক শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলোসভ আরও জানান, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ৯৮ হাজার যুদ্ধাপরাধের রেকর্ড রয়েছে তাদের হাতে। সূত্র: বিডি প্রতিদিন।
চীনের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার
চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে নৌবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর অভিযোগ আনা হয়েছে।বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।অভিযুক্ত দুই নৌবাহিনীর সদস্য হলেন— ওয়েনহেং ঝাও ও জিনচাও ওয়েই।জানা গেছে, ২৬ বছর বয়সি পেটি অফিসার ওয়েনহেং ঝাওয়ের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুস নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অপরজন জিনচাও ওয়েইয়ের বয়স প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। সূত্র; যুগান্তর
‘কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিলেও বাক্স্বাধীনতা ক্ষুণ্ন হবে না’
ইউরোপের দেশ সুইডেন ও ডেনমার্কে একাধিকবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন নীরবতার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিলেও বাক্স্বাধীনতা ক্ষুণ্ন হবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কোরআন পোড়ানো, বাক্স্বাধীনতা ইত্যাদি নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে ড্যানিশ প্রধানমন্ত্রী কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনায় নিয়ে বলেন, ‘আপনি অন্য কোনো ধর্মেরগ্রন্থ পোড়াতে পারবেন না—আমি এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর বাধানিষেধ আরোপ বলে মনে করি না।’ আজকের পত্রিকা।
সামরিক শক্তির নির্বাচন ‘ভীতি’
সামরিক বাহিনী নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ‘বিবিসি হার্ডটক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চলতি বছরের শেষ দিকে দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
পাকিস্তানের বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ সরকার উল্লেখ করে ইমরান খান বলেন, তারা দেশকে ‘অন্ধকার যুগে’ ঠেলে দিচ্ছে। এর আগে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন ইমরান খান। কিন্তু গত বছর সংসদে এক অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়। পর্যবেক্ষকরা মনে করেন, তার ক্ষমতাচ্যুতির একটি বড় কারণ হচ্ছে শক্তিশালী সামরিক বাহিনীর আক্রোশে পড়া। মূলত কয়েক দশক ধরেই প্রকাশ্যেÑ আড়ালে থেকে দেশ পরিচালনা করছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইমরান খান দাবি করেন, তার দল পিটিআই দেশটির একমাত্র দল যারা সামরিক স্বৈরশাসকদের হাতে তৈরি হয়নি। বিবিসি অবশ্য বলছে, অনেক সমালোচকই দাবি করেন, ইমরান খান ক্ষমতায় থাকাকালে তাকে সামরিক বাহিনীই পেছন থেকে নেতৃত্ব দিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
ডোনাল্ড ট্রাম্প কি জেলে যেতে পারেন এবং দোষী সাব্যস্ত হলে নির্বাচনে দাঁড়াতে পারবেন?
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। রিপাবলিকান এই রাজনীতিবিদ এর সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং এই মামলাকে তিনি “উদ্ভট” বলে উল্লেখ করেছেন।তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে- দেশের গোপনীয় দলিলপত্র তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং একজন পর্ন তারকাকে ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য তিনি তথ্য জাল করেছেন এমন অভিযোগে।ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা এসব মামলাকে ঘিরে যেসব প্রশ্ন ওঠেছে এখানে তার কয়েকটির ওপর আলোকপাত করা হলো-সূত্র: বিবিসি বাংলা ।
ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন সেই নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির আদালতের শুনানিতে হাজির হয়ে তিনি এ দাবি করেন।বিবিসি জানিয়েছে, অভিযোগের সংক্ষিপ্ত শুনানির সময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন, এ সময় নরম স্বরে তিনি তার নাম, বয়স এবং তিনি কোনো দ্রব্যের প্রভাবাধীনে নাই বলে জানান।শুনানি শেষে আদালত থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এই মামলা রাজনৈতিক এক প্রতিপক্ষের নিপীড়ন।”এই নিয়ে চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি মামলার শুনানিতে হাজিরা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। সূত্র: বিডি নিউজ
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত এই বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশী এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। সূত্র: বণিক বার্তা