বিলাসবহুল বাড়ি কিনে লিভ-ইন করবেন অনন্যা?
ক্যারিয়ারে তেমন ব্যবসাসফল সিনেমা নেই বলিউড বলিউড অভিনেতা অনন্যা পাণ্ডের। তরপরেও থাকেন আলোচনায়। এবার আলোচনায় আসেন বাড়ি কিনে। বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম ছিল। তার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিটাউনের তারকা আদিত্য রায় কাপুরের প্রেমে পড়েন। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও।
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে এবার কিনে ফেলেছে বিলাসবহুল বাড়ি। এত দামি বাড়ি কীভাবে কিনলেন তিনি—এটাই এখন অনেকের প্রশ্ন। সনাতন ধর্মীয় উৎসব ধনতেরাসের দিনে অনন্যা পাণ্ডে নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে । তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই। অনন্যার এই পোস্ট দেখে ফের হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, তিনি নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তার নাকি লিভ-ইন সম্পর্কে থাকার পরিকল্পনা। আর লিভ-ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি তারা কেউ।