ঝালকাঠি ১ আসনে এই প্রথম আ’লীগের মনোনয়ন সংগ্রহ করলেন মহিলা লীগ নেত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে নেমেছেন ইসরাত জাহান। নির্বাচনে অংশ নেওয়ার প্রাকপ্রস্তুতিস্বরুপ তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাও করেছেন। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ঝালকাঠি আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য সোমবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করে। ঝালকাঠি এই ১ আসনের বর্তমান এমপি বজলুল হক হারুন ওরফে বিএইচ হারুন, তিনি বিগত ২০১৮ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এমপি নির্বাচিত হন। অবশ্য এর আগেও অর্থাৎ ২০০৮ এবং ২০১৪ সালে হারুন ভোটযুদ্ধে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, তিনিও এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।


হারুনের এই আসনে সাবেক ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রস্তুতি শুরু করা নিয়ে ঝালকাঠির রাজনীতিতে নানা আলোচনা চলছে। জানা গেছে, ইসরাত জাহান সোমবার মনোনয়ন সংগ্রহ এবং জমাদানকালে তাঁর সঙ্গে ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এবং সাবেক যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল উল্লেখযোগ্য।
ইসরাত জাহান সাংবাদিকদের বলেন, এলাকার মানুষের পাশে থেকে জনগণ ও দলের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বাস্তবায়নে এলাকাবাসীর পাশে থাকতে চাই।
ইসরাত জাহান প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব-১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মো. খাইরুল ইসলাম মান্নানের স্ত্রী এবং দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য মরহুম শিরিন ইসলামের মেয়ে।’