আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

৪৮ দিন পর নির্ভয়ে রাতে ঘুমাল গাজাবাসী

ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলছে। শর্ত অনুযায়ী, ইসরায়েল ও হামাস পরস্পর জিম্মি ও বন্দী বিনিময় শুরু করেছে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পরিপ্রেক্ষিতে ৪৮ দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাতে নির্ভয়ে ঘুমাতে পেরেছে গাজাবাসী।দক্ষিণ গাজার খান ইউনিসে রয়েছেন আল–জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ। তিনি বলেন, সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে। কেননা সাত সপ্তাহ ধরে প্রতি রাতে গাজার কোথাও না কোথাও হামলা হয়েছে, প্রাণহানি ঘটেছে। গতকাল দিবাগত রাত ছিল ভিন্ন। এ রাতে হামলা, প্রাণহানি, কান্না বন্ধ ছিল। হানি মাহমুদ আরও বলেন, ৪৮ দিন পর এ রাতে গাজাবাসী নির্ভয়ে ঘুমাতে পেরেছে। ঘুমের মধ্যে ইসরায়েলি বোমার আঘাতে প্রাণ হারানোর ভয় তাদের তাড়া করে ফেরেনি।তবে গাজাবাসী মনে করছে, এটা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ নয়। সাময়িক বিরতির পর আবার ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলে পড়বে—এমনটাই বললেন হানি মাহমুদ। তাঁর মতে, গাজায় প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। জীবন বাঁচাতে অবরুদ্ধ উপত্যকায় এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা। কেউই নিজ বাড়িতে ফিরতে পারছে না। হানি মাহমুদ বলেন, গাজাবাসীর মধ্য হতাশা ভর করেছে। সেই সঙ্গে তারা ক্ষোভে ফুঁসছে। তাদের মনে প্রশ্ন, নিরাপদে বাড়ি ফেরার সুযোগ দেওয়ার শর্তটি কেন যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্ত করা হয়নি? এ জন্য তারা হতাশ। সূত্র: প্রথম আলো

রাখাইনে আরাকান আর্মির হানা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি বৌদ্ধবিহারে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। দেশটিতে চলমান গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষের কাতারে সর্বশেষ যুক্ত হয়েছে তারা।জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম সশস্ত্র দল আরাকান আর্মি গত সপ্তাহে রাখাইন রাজ্যে সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এরই মধ্যে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে সমন্বিত হামলার মুখে পড়া জান্তা শাসকের বিরুদ্ধে আরেকটি রণাঙ্গন খুলল। আরাকান আর্মিসহ জাতিগত সংখ্যালঘু জোটের অন্তর্ভুক্ত সশস্ত্র বাহিনীগুলো গত মাসে জান্তার বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করে চমক জাগায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ক্রমেই বেড়ে চলা সংঘাতে প্রায় তিন লাখ ৩৫ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।আরাকান আর্মির যোদ্ধারা অল্প সময়ের জন্য উপকূলীয় শহর পাউকতাও দখল করে নেওয়ার পর গত বৃহস্পতিবার জান্তার সশস্ত্র বাহিনী ২০ হাজার বাসিন্দার শহরটিতে গোলাবর্ষণের জন্য নৌবাহিনীর জাহাজ পাঠায়। পাশাপাশি হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হয় বলে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। সূত্র: কালের কণ্ঠ

যুদ্ধবিরতি শেষ হলেই ফের গাজায় হামলা
ইসরায়েলের হুমকি

কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। তবে এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা চালানো হবে। তার মন্তব্য, অন্তত আগামী দুই মাস এই হামলা চলবে। তিনি ইসরায়েল সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘এটি সাময়িক বিরতি। বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। শিগগিরই আবার মাঠে নামতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি।’ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসকগোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। দখলদারদের হামলায় ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬ হাজারের বেশি শিশু রয়েছে। অন্যদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

শুকিয়ে যাচ্ছে দ. আমেরিকার প্রাণ

টিটিকাকা হ্রদ। খোলা আকাশের নিচে নীল পানির চোখ জুড়ানো সমাহার। যার আকর্ষণে আকৃষ্ট হন পর্যটকরাও। পেরু এবং বলিভিয়ার সীমান্তজুড়ে ৩ হাজার ২০০ বর্গমাইলেরও বেশি বিস্তৃত। মধ্য আন্দিজ পর্বতমালার প্রায় ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) উচ্চতায় অবস্থিত। এ উচ্চতার জন্যই এটিকে বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ বা প্রাণও বলা হয়। তবে সর্বোচ্চর খেতাব পেলেও এ উচ্চতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ সূর্য অনায়াসেই এর পানিকে ছুঁতে পারে। এ কারণে বিকিরণের মাত্রাও থাকে তীব্র। যার ফলশ্রুতিতে পানির বাষ্পীভবনও ঘটে খুব সহজেই। ফলে শুকিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এ প্রাণ। তাপমাত্রার পাশাপাশি খরাও এর অন্যতম কারণ। সিএনএন।হ্রদের চারপাশে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস। বিশেষভাবে এটি আয়মারা, কেচুয়া এবং উরোস আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল। যাদের বেশির ভাগই মাছ ধরা এবং কৃষি কাজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পানির পরিমাণ কমে যাওয়ায় মাছ ধরার ওপর নির্ভরশীল সম্প্রদায়গুলো প্রতিনিয়ত লড়াই করছে। ক্রমবর্ধমান খরায় প্রভাবিত হচ্ছে কৃষিকাজও। পানি কমার সঙ্গে সঙ্গে নৌকা চলাচল ব্যাহত হওয়ায় লেকের চারপাশে দর্শনার্থীদের সংখ্যাও কমে গেছে। এতে পর্যটন অর্থনীতিও ভেঙে পড়েছে। ৩৬ বছর বয়সি স্থানীয় জুলিয়ান হুয়াত্তামারকা বলেছেন, ‘পানির স্তর নিচে নেমে যাওয়ায় আমরা অনেক চিন্তিত। চলমান এ খরা বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করবে।’ ৬৩ বছর বয়সি নাজারিও চারকা বলেছেন, পানির স্তর কমছে। ডিসেম্বর পর্যন্ত কী হবে তা আমরা জানি না। এই উষ্ণ তাপমাত্রা কমপক্ষে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন জলবায়ুবিদরা। সূত্র: যুগান্তর

উত্তরাখণ্ডে শ্রমিকদের উদ্ধারে ভরসা এখন শাবল-গাঁইতি

উত্তরাখণ্ডে টানেলে আটক ৪১ জন শ্রমিককে বের করে আনতে ব্যর্থ হয়েছে ড্রিল ও অন্যান্য আধুনিক মেশিন। এখন শাবল, গাঁইতি ও কোদালের ওপর ভরসা করছেন উদ্ধারকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, ধসের শেষ প্রান্তে পৌঁছাতে উদ্ধারকারীদের আরো কিছু দিন লাগতে পারে। আজ শনিবার (২৫ নভেম্বর) এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
আগের দুইদিনের মতো গতকাল রাতেও থমকে যায় উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধার অভিযান। উদ্ধারকারী সংস্থা বলছে, ৫৭ মিটার ধসের বাধা সরাতে সরাতে অধিকাংশ পথই অতিক্রম করেছে খনন যন্ত্রগুলো। আর মাত্র কয়েক মিটার বাকি। কিন্তু সেই কয়েক মিটার খুঁড়তে গিয়েই বার বার হোঁচট খাচ্ছে অত্যাধুনিক খননযন্ত্র। যান্ত্রিক ত্রুটি‌র কারণেই গতকাল রাতে কাজ বন্ধ রাখা হয়। কারণ খনন এলাকায় আবার ফাটল দেখা দিয়েছে। তাই প্রাচীন যন্ত্রের দ্বারস্থ হয়ে ধীরে-সুস্থে কাজ করছেন কর্মীরা। সূত্র: বণিক বার্তা।

অভিবাসনবিরোধী দাঙ্গা ডাবলিনে গ্রেপ্তার ৩৪

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নজিরবিহীন দাঙ্গা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের কারণে গতকাল শুক্রবার বেশ শান্ত দেখা গেছে শহরকে। রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট সম্পর্কে পুলিশ বলছে, একটি ডানপন্থি মতাদর্শের গোষ্ঠী এসব সহিংসতা চালাচ্ছে। পুলিশের ভাষ্য, এ গোষ্ঠী অভিবাসনের বিরুদ্ধে। সহিংসতার শুরু হয় ডাবলিনের একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনা কেন্দ্র করে। এ ঘটনায় পাঁচ বছর বয়সী একটি ছেলে, পাঁচ ও ছয় বছর বয়সী দুটি মেয়ে, ৩০ বছরের এক নারী এবং ৪০ বছর বয়সী এক পুরুষ আহত হন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি আয়ারল্যান্ডেরই নাগরিক। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা আর কোনো সন্দেহভাজন খুঁজছে না। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। এর সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: দেশ রুপান্তর

দ্বিতীয় দফায় মুক্তি দিতে যাওয়া জিম্মিদের তালিকা ইসরায়েলকে দিয়েছে হামাস

গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী গতকাল শুক্রবার ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুসারে দ্বিতীয় দফায় যে কয়জন জিম্মিকে হামাস মুক্ত করবে তার তালিকা ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতির দ্বিতীয় দিন অর্থাৎ আজ শনিবার হামাস যে কয়জন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা পেয়েছে বলে জানিয়েছে। তবে হামাস দ্বিতীয় দফায় কয়জনকে মুক্তি দেবে সে বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো তথ্য দেয়নি। তাঁরা জানিয়েছে, তালিকা যাচাইবাছাইয়ের পর জিম্মি ইসরায়েলিদের পরিবারকে জানানো হবে। এর আগে, গতকাল যে কয়জনকে মুক্তি দেওয়া হয়েছিল নেতানিয়াহু প্রশাসন আগেই তাদের পরিবারকে জানিয়ে রেখেছিল। সূত্র: আজকের পত্রিকা।

‘কৌতূহলের বশে’ খুন করেছিলেন কোরিয়ান তরুণী

দক্ষিণ কোরিয়ার একটি আদালত ২৩ বছর বয়সী এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জুং ইয়ু-জুং নামের এই তরুণী পুলিশকে জানান, তিনি ‘কৌতূহলের বশবর্তী হয়ে’ এক আগন্তুককে হত্যা করেন। বিভিন্ন ক্রাইম শো দেখা এবং উপন্যাস পড়ায় আচ্ছন্ন ছিলেন এই তরুণী। সাইকোপ্যাথ পরীক্ষায়ও তিনি অনেক নম্বর পেতেন বলে জানিয়েছে পুলিশ।‘খুন করতে কেমন লাগে’ সেটি দেখার কৌতূহল থেকে ইয়ু-জুং একটি অ্যাপের মাধ্যমে ইংরেজি-ভাষার এক শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর গত মে মাসে তার বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।এই নৃশংস হত্যাকাণ্ড দক্ষিণ কোরিয়াকে হতবাক করে দিয়েছিল। কৌসুঁলিরা ইয়ু-জুংয়ের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। তারা আদালতকে বলেছিলেন, জুং একজন নিঃসঙ্গ বেকার। পিতামহের সঙ্গে থাকতেন। কাকে খুন করবেন তা স্থির করতে একটি টিউটরিং অ্যাপ ব্যবহার করে তিনি কয়েক মাস ধরে শিকার খুঁজেছেন। সূত্র: বিডি নিউজ

ভারতে ‘লাভ জিহাদ’ এর বিপরীতে এবার ‘লাভ ট্র্যাপ’ নিয়ে প্রচারণা

একটি বিতর্কিত তত্ত্ব, যেটাকে কিছু হিন্দু গোষ্ঠী ‘লাভ জিহাদ’ বলে থাকে – যে তত্ত্ব মতে মুসলিম পুরুষরা ‘কৌশলে হিন্দু নারীদের ফাঁদে ফেলে ও তাদের ধর্মান্তরিত করে’। এর পক্ষে উপযুক্ত তেমন কোন প্রমাণ না থাকলেও বছরের পর বছর এই মতবাদ ভারতে প্রচলিত হয়ে আসছে। এবারে এর ঠিক বিপরীত এক তত্ত্ব – যেখানে বলা হচ্ছে হিন্দু পুরুষরা ‘ইচ্ছাকৃতভাবে মুসলিম নারীদের ফাঁদে’ ফেলার চেষ্টা করছে – এটি অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে।এটাকে বলা হচ্ছে “ভাগওয়া লাভ ট্র্যাপ” এবং এক্ষেত্রেও উপযুক্ত কোন প্রমাণ নেই বললেই চলে। কিন্তু এটিকে নিয়ে সহিংসতা ছড়ানো বন্ধ হচ্ছে না।“এটা অত্যন্ত জঘন্য ব্যাপার ছিল। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না,” বলছিলেন মরিয়ম, দক্ষিণ ভারতের এক মুসলিম নারী, যিনি সম্প্রতি অনলাইনে আপত্তিকর সব বার্তা পাওয়ার কথা মনে করছিলেন।মরিয়ম তার আসল নাম নয়। তিনি অনলাইন আক্রমণের শিকার হন, যেটাকে বলে ‘ডক্সিং অ্যাটাক’। তার সমস্ত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দেয়া হয়। সূত্র: বিবিসি বাংলা।

 

যুদ্ধের মাঝে ইরানকে ক্ষুব্ধ করতে চায় না পশ্চিমারা

 

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলো দ্বিধায় পড়েছে। তারা চাচ্ছে না গাজার যুদ্ধ চলা অবস্থায় ইরান এই বিষয়েও ক্ষুব্ধ হোক। অবশ্য, সহযোগিতার অভাবের জন্য দায়ী করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সভায় তেহরানের নিন্দা করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। খবর এএফপির।কূটনীতিকরা বলছেন, পারমাণবিক কর্মসূচি বাড়িয়েছে ইরান। একই সঙ্গে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতাও কমিয়েছ। এসব কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ভয়ে তেহরানের বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছে না পশ্চিমা শক্তিগুলো। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় হামাসকে নির্মূলে ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আক্রমণের পর থেকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের উদ্বেগ তীব্র হয়েছে। সূত্র: সমকাল