বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া সিকদার
সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা যখন মামলায় জর্জড়িত এবং অধিকাংশ নেতা কারান্তীণ ঠিক সেই সময়ে বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসলো। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।


ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল কারাগারে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউদ্দিন সিকদার এই দায়িত্ব পালন করবেন।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন জানান, গত ১ নভেম্বর অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক আটক হন। এরপর ২০ নভেম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২৯ নভেম্বর তিনিও গ্রেপ্তার হন। এরপর দলীয় কার্যক্রমের গতি ঠিক রাখতে জিয়াউদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হলো।