কালীগঞ্জে ফিরোজ ও ঢাকা ডেন্টালে ভোক্তাধিকারের ৭০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ফিরোজ ডেন্টালের স্বত্বাধিকারী ফিরোজ গাঢাকা দিলেও পরে তার সহকারী জামান এসে অভিযান পরিচালনাকারী টিমের সাথে কথা বলেন।


জানা গেছে, ত্রুটিপূর্ণ দাঁতের পরিবর্তে ভাল দাঁত তুলে ফেলা ও মেয়াদউত্তীর্ন ঔষধ ব্যাবহারের অপরাধে ফিরোজ ডেন্টালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৪০ হাজার টাকা ও পার্শ্ববর্তী ঢাকা ডেন্টালকে মেয়াদউত্তীর্ন ঔষধ ব্যাবহারের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি দাঁতের চিকিৎসা প্রদান করে আসছে।
এ সময়ে কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইনেসপেক্টর আলমগীর কবির, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব,পুলিশ সদস্য সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।