বানারীপাড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে স্ত্রী বিথি রানী সমদ্দারকে (৩০) হাতুুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী সুমন রায়। হত্যার পর তার স্বামী জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোনকল করে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বানারীপাড়ার উদয়কাঠির ছয় নম্বর ওয়ার্ডের পিজিএস এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্বামী সুমন রায়কে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে বলে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন।

সুমন ছয় নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সুধীর রায়ের ছেলে। নিহত বীথি সমদ্দার (৩০) গোপালগঞ্জের বাসিন্দা বসু সমদ্দারের মেয়ে।

স্থানীয়দের বরাতে এসআই শফিকুল ইসলাম বলেন, সুমনের সঙ্গে বীথির পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের একটি শিশুকন্যা রয়েছে। পারিবারিক সমস্যা নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দুইজনে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। একপর্যায় সুমন হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে বীথিকে জখম করেন। এ সময় প্রতিবেশীরা বীথিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে বীথির মৃত্যু হয়।

ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। তারা জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে সুধীর কাজে বের হয়ে গেছেন। তার শিক্ষিকা স্ত্রী স্কুলে গিয়েছেন। বাসায় তার ছেলে সুমন ঘুমিয়েছিলেন। পরে প্রতিবেশীরা ঘরের মধ্যে চিৎকার শুনতে পান। তারা যাওয়ার পর সুমন বলেছেন, ‘কাম হইয়া গেছে’। কেউ ভেতরে আসবা না। পরে তিনি নিজে পুলিশে ফোনকল দিয়ে বিষয়টি জানিয়েছেন। আমরাও জানিয়েছি। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে।

Nagad

বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে দুপুরে সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রীর লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। নিহত নারীর ভাই থানায় এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।