বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ, যা বললেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের অধ্যায় শুরু হয়েছে আজ। নতুন উপাচার্যকে বরণ করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। ইতোমধ্যে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএমএমইউ’র সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ নতুন উপাচার্যের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।


এর আগে সকাল থেকেই নতুন উপাচার্যের আগমন উপলক্ষে বিএসএমএমইউ’র প্রশাসনিক ব্লকে ফুলের তোড়া নিয়ে লাইন ধরে দাঁড়িয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় কেউ কেউ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। উপাচার্যকে বরণে কেউ এসেছেন ফুলেন মালা হাতে, কেউ এসেছেন বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। এ সময় অনেকেই নাচছেন ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তালে তালে।
সরেজমিন দেখা যায়, সকাল ১০টা থেকেই চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুলের মালা নিয়ে জড়ো হতে থাকেন। ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে।
নতুন উপাচার্য দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যান উপাচার্যের কক্ষে। সেখানে সদ্য সাবেক উপাচার্যের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে তিনি ডা. মিলন হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দায়িত্ব নিয়েই সবার উদ্দেশ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্নীতি থেকে দূরে থাকার কথাও বলেছেন এ কর্মকর্তা।
উপাচার্য বলেন, ‘আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। আমাকে সবাই সহযোগিতা করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না।’
তিনি বলেন, ‘আমি কোনো দুর্নীতি করব না। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি, তবে ভুল হলে ধরিয়ে দেবেন। আমার কাজের গতি যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন।’