চট্টগ্রামে কোটা সংস্কারপন্থিদের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম সংবাদদাতা:চট্টগ্রাম সংবাদদাতা:
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। এতে আন্দোলনে আরও উত্তাপ ছড়াচ্ছে। তবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোথাও বলপ্রয়োগ করেননি।

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘মুরাদপুরে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা ডিটেইলস নিচ্ছি। পথচারী। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আমাদের অফিসার গেছে দেখতে। একজন পথচারী আহত আছে। এটা এখনো কনফার্ম না। আঘাতে মারা গেছে এমন কিছু না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। কোথাকার ঘটনা এটা এখনো জানতে পারিনি।’

শিক্ষার্থী ওয়াসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিহত শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।