বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. জাকির হোসেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন।
আটক ব্যক্তির বর্তমান ঠিকানা: ১১/১ শিক্কাটুলি, বংশাল, ঢাকা জিপিও-১০০০, ঢাকা। স্থায়ী ঠিকানা: গ্রাম-রামগঞ্জ, পো: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম ওই যাত্রীকে বিমানের ভেতর থেকে আটক করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা), ৪৬ হাজার দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।