লাল শাড়ি পড়ে আইটেম গানে মুগ্ধতা ছড়াচ্ছেন কৌশানী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

অভিনেত্রী কৌশানী মুখার্জি। সংগৃহীত ছবি

পরনে লাল শাড়ি। মাথার চুলগুলো খোলা। কাজলমাখা চোখে আবেগের বিচ্ছুরণ। গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দুলাচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামের গানে এমন দৃশ্য দেখা যায় এই অভিনেত্রীকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। এ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী। এটি মূলত, ‘বহুরূপী’ সিনেমার আইটেম গান। প্রথমবারের মতো কোনো আইটেম গানে পারফর্ম করলেন কৌশানী।

গানটি প্রকাশ্যে আসার পর থেকে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। অনিন্দ্য বোস ও ননিচোরা দাস বাউল রচিত এ গানের কিছু কথা ভীষণ মনে ধরেছেন তাদের। চঞ্চল এই কথার সঙ্গে কৌশানীর অভিব্যক্তি, নাচ ভক্ত-অনুরাগীদের মনে মুগ্ধতা ছড়াচ্ছে।

দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বহুরূপী’ সিনেমা। তাই ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি নিয়ে ভীষণ আশাবাদী কৌশানী। তার ভাষায়, “আশা করব, আমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানটাও ভাইরাল হবে। এবারের পুজোর মণ্ডপে এ গানের সঙ্গে সকলে নাচবেন।”

ভিডিও

Nagad