পিরোজপুরে পৃথক বাস দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত ৪

পিরোজপুর সংবাদদাতা:পিরোজপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

পিরোজপুরে পৃথক দুটি বাস দুর্ঘটনায় দুই নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় দীপ্তী রানী সাহা (৫২) নামে এক নারী গুরুতর আহত হন এবং খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার নিমতলা এলাকায় ওভারটেকিংয়ের সময় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি আক্তার (৩৪) নামে আরও এক নারী নিহত হন।

এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, এ বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।