মাত্র ৪ দিনেই ৮০০ কোটির ক্লাবে ‘পুষ্পা ২’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

মুক্তির পর থেকেই আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ঝড় তুলেছে বক্স অফিসে। সুকুমার পরিচালিত এই ছবিটি মাত্র চার দিনের মধ্যে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির আয়ের মাইলফলক ছুঁয়েছে। ভারতের বক্স অফিসে সিনেমাটি প্রথম চার দিনেই আয় করেছে ৫২৯ কোটি রুপি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি, এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি টাকা এবং তৃতীয় দিন ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। চতুর্থ দিনের ১৪১.৫০ কোটি আয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫২৯ কোটি টাকা। ধরাই যাক, এই ছবির আয় ১০০০ কোটি ছাড়াতে চলেছে।

হিন্দি সংস্করণেও ছবিটি বিপুল সাফল্য অর্জন করেছে। প্রথম তিন দিনেই হিন্দি ভার্সন আয় করেছে ২০০ কোটি রুপি, যা দ্রুততম সময়ে এ ধরনের রেকর্ড। এ দিয়ে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’কেও পেছনে ফেলেছে ‘পুষ্পা ২’।

‘পুষ্পা ২’ চন্দনকাঠের চোরাকারবারি থেকে রাজনীতির জটিলতায় জড়িয়ে পড়া পুষ্পার গল্প। তিন ঘণ্টা ১৫ মিনিটের এই ছবিতে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন, রোমান্স এবং নাটকীয়তা, যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সিনেমাটির ভিএফএক্স, মিউজিক এবং আল্লু অর্জুনের অনবদ্য অভিনয় এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের মতে, ছবিটি সহজেই ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। ‘পুষ্পা’ সিরিজের জনপ্রিয়তা এবং এর সিক্যুয়েলের প্রতি দর্শকদের আগ্রহই সিনেমাটিকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সূত্র: জিনিউজ, স্যাকনিল্ক

Nagad