কেউ আইনের ঊর্ধ্বে নয়: ডিবি প্রধান
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি নিজেও কোনো অপরাধ করলে বিচার হবে।”
রোববার (২৯ ডিসেম্বর) শাহবাগ থানার আইডিইবি ভবনে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “ডিবি জনগণের সেবায় কাজ করছে। আপনারা মাদক, চাঁদাবাজি বা দখলবাজির তথ্য দিন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এমনকি ডিবির কোনো সদস্য অপরাধ করলে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডিবিপ্রধান আরও বলেন, “জনগণের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে চাই। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।”
তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমন একটি বাহিনী হতে চায়, যা স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের ঐতিহ্য বহন করবে। আমরা জনগণের পুলিশ হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
রমনা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তাই করতে হবে। পুলিশের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা যেন না জন্মায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্যরা দিনরাত মানুষের সেবায় নিয়োজিত। আমাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই মিলেমিশে থাকবে। সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”