ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, বাড়ি বাড়ি যাবে তথ্য সংগ্রহকারী দল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সোমবার (৩০ ডিসেম্বর) ইসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শেষ করার পর হালনাগাদ প্রক্রিয়া শুরু হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে তালিকায় যুক্ত হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এ তালিকায় বাদ পড়া ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

কে এম আলী নেওয়াজ বলেন, “আমরা শুধু ২০২৫ সালের তথ্যই সংগ্রহ করব না, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তাদের তথ্যও তালিকাভুক্ত করা হবে। তবে তারা ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না।”

সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২২ সালে। এবারও একই প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করা হবে।

ইসি নাগরিকদের আহ্বান জানিয়েছে, তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য প্রদান ও মৃত ব্যক্তিদের তথ্য জানাতে। ২০২৫ ও ২০২৬ সালের জন্য নতুন ভোটারদের তালিকাভুক্তি নিশ্চিত করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Nagad