মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিসত্তার শক্তি সরকারের চেয়েও বেশি। মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


ড. ইউনূস বলেন, সমাজসেবা কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এটি প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। মন্ত্রণালয়ের ভূমিকা হলো সবাইকে এই দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া। তিনি আরও বলেন, “সমাজসেবা দিবস পালনের উদ্দেশ্য হলো নাগরিকদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা, যেন কেউ তাদের দায়িত্ব ভুলে না যায় বা এড়িয়ে না চলে।”
সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এতে কেবল ব্যক্তি নয়, পুরো সমাজ উপকৃত হয়।”
তিনি আশা প্রকাশ করেন, সমাজসেবার এই আহ্বান দেশের প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে যাবে।