বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ
ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৯ জানুয়ারি থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
এ সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ২০২৬ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নির্ধারণ করবে। গত সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর টাইগ্রেসদের বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজে অন্তত দুটি ম্যাচ জেতার প্রয়োজন।


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৯ জানুয়ারি শুরু হবে, এবং পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, সবগুলো সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৯ জানুয়ারি সেন্ট কিটস
দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি সেন্ট কিটস
তৃতীয় ওয়ানডে ২৪ জানুয়ারি সেন্ট কিটস
প্রথম টি-টোয়েন্টি ২৭ জানুয়ারি সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ জানুয়ারি সেন্ট কিটস
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ জানুয়ারি সেন্ট কিটস