মাদারীপুরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জন, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর সংবাদদাতা:মাদারীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা সাইফুল মুন্সী এবং যুবদল নেতা শামীম মোল্লার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অভিযুক্তদের ধরার জন্য কার্যক্রম শুরু হয়েছে।