জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।


২০২০ সালের ১৯ জুলাই আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদন জমা দেন। এতে ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে ফাঁসির আদেশ দেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগের রায়ে ওই ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়।
আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ এবং ৬ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড বহাল রাখা হলেও ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।
২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর রিভিউ আবেদন করেন এটিএম আজহার। এই আবেদন নিয়ে শুনানির পরবর্তী দিন ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আদালতে আসামিপক্ষে প্রয়াত খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন।