টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর মুচনী ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এতে আয়েশা সিদ্দিকা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে জি-২ ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।


স্থানীয় মাঝি বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পর রোহিঙ্গা বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একটি ঘরের ভেতর পুড়ে শিশু আয়েশা মারা যায়।
২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ মো. মোস্তাক আহমেদ বলেন, “আগুনে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের শনাক্তের জন্য কাজ চলছে।”
নিহত আয়েশা সিদ্দিকা জি-২ ব্লকের বাসিন্দা ইব্রাহিমের মেয়ে। আহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।