আগামীকাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, ময়দানজুড়ে মুসল্লিদের ভিড়
টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একরের বিশাল মাঠজুড়ে বিশ্ব ইজতেমার ময়দান এখন মুসল্লিদের আগমনে মুখরিত। আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, তবে আজ থেকেই মুসল্লিদের উপস্থিতিতে থেমে থেমে বয়ান শুরু হয়েছে।
তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।


ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।
এদিকে ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে বুধবার গতকাল থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার বাস, ট্রাক, পিকআপ ভ্যান করে ময়দানে আসছেন মুসল্লিরা। ইজতেমা মাঠের প্রায় প্রতিটি প্রবেশপথেই মুসল্লিদের জটলা দেখা গেছে। ঢল নেমেছে মুসল্লিদের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা ব্যবস্থা অন্য বছরে তুলনায় কঠোর করা হয়েছে। তাবলিগ জামাতের দুই গ্রুপের বিভিন্ন সময়ে দ্বন্দ্ব, সংঘর্ষ এবং নানামুখী প্রচারণার কারণে এবার ময়দানজুড়ে পোশাকে-সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কঠোর করা হয়েছে। ময়দানজুড়ে সিসিটিভি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। সেই পর্বে অংশ নেবেন দিল্লির তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।