ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৮
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়, যেখানে অন্তত ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন, যাদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের নেতাদের বাড়িঘরসহ স্থানীয়দের সম্পত্তির ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।


স্থানীয়দের ভাষ্যমতে, ৯ নম্বর ওয়ার্ডের আধিপত্য বিস্তার নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর ও বিএনপির সভাপতি হাসেম খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা হয়, যা সংঘর্ষের রূপ নেয়।
সোমবার সকালে সংঘর্ষের এক পর্যায়ে হাসেম খানের সমর্থকরা আক্কাস মাতুব্বরের বাড়িসহ সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আক্কাস মাতুব্বর। পরে পাল্টা আক্রমণ করে আক্কাস মাতুব্বরের সমর্থকরা।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদ উজ্জামান বলেন, “সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”