আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা

টঙ্গী সংবাদদাতা:টঙ্গী সংবাদদাতা:
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ৭ মিনিটে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিন বিশ্ব মারকাজের জিম্মাদার মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

মোনাজাতের আগে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, দ্বীনের দাওয়াতকে এগিয়ে নিতে বেশি বেশি জামাত বের হওয়া জরুরি। এছাড়া, ঈমান ও আমলের গুরুত্ব, দ্বীনি শিক্ষা ও দাওয়াতের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

শেষ দিনের হেদায়েতি বয়ানে তাবলিগ জামাতের ৬ উসুল—কালেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমীন, ইখলাস ও দাওয়াত সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি রবিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে উপস্থিত হন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ৮টি বিশেষ ট্রেন পরিচালনার ব্যবস্থা নেয়। এছাড়া, টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়।

বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়। প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিরাপদে বাড়ি ফিরতে ট্রাফিক পুলিশও বিশেষ ব্যবস্থা নিয়েছে।

Nagad

এর আগে ইজতেমার দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে।