যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য ৫০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই কার্ড ইবি-৫ ভিসা প্রোগ্রামের বিকল্প হিসেবে কাজ করবে এবং নাগরিকত্বের পথ খুলে দেবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এই নতুন নীতি ঘোষণা করেন।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে ১০ লাখ কার্ড বিক্রি করে জাতীয় ঋণ কমানো সম্ভব বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, এই কার্ড ধনী ব্যক্তিদের জন্য গ্রিন কার্ডের সুবিধাসহ নাগরিকত্বের পথ তৈরি করবে। তারা এসে প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন।


ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া চালু হবে এবং এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তবে কার্ড পাওয়ার প্রক্রিয়া বা বাস্তবায়নের বিস্তারিত এখনও স্পষ্ট নয়।
ইবি-৫ প্রোগ্রাম, যা ১৯৯০ সালে চালু হয়েছিল, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছিল। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এটিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, গোল্ড কার্ড এর বিকল্প হবে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।