প্রবাসীদের জন্য প্রথমবারের মতো প্রক্সি ভোটের সুযোগ আসন্ন জাতীয় নির্বাচনে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপস তৈরি করা হবে, যেখানে তারা নিবন্ধন করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা তাদের নির্ধারিত নমিনি নির্বাচন করবেন, যিনি সরাসরি ভোট প্রদান করবেন।

এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এ বিষয়ে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।

সিইসি জানান, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তাদেরকে সব তথ্য দেওয়া হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়াতে প্রবাসীদের প্রক্সি ভোট ব্যবস্থা একটি নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।