বাংলাদেশের চলমান সংস্কারে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ প্রকাশ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান সংস্কারে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকারসহ চলমান সংস্কারগুলো এগিয়ে নিতে হবে। পাশাপাশি, যেকোনো সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
পরিদর্শনের আগে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জাতিসংঘের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের এই সফরকে বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন হিসেবে দেখা হচ্ছে।