কমলা, আপেল, আঙুরসহ তাজা ফলে শুল্ক ছাড়, কার্যকর আজ থেকেই
বাংলাদেশ সরকার তাজা ফল আমদানিতে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে। এতে করে কমলা, আপেল, আঙুর, নাশপাতি ও লেবুসহ বেশ কিছু ফল আমদানিতে শুল্ক কমে গেছে, যা দেশীয় বাজারে এসব ফলের দাম কমানোর সম্ভাবনা তৈরি করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
যেসব ফলে শুল্ক ছাড়:
এই শুল্ক ছাড়ের আওতায় রয়েছে — তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু, তাজা বা শুকনা আঙুর, তাজা আপেল এবং নাশপাতি।


এর আগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) এনবিআর এসব ফলের আমদানিতে উৎসে কর (টিডিএস) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছিল। শুল্ক ও কর কমানোর ফলে আমদানিকারকরা কম খরচে ফল আনতে পারবেন, যার ফলে বাজারে দাম কমার সম্ভাবনা রয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপে দেশীয় বাজারে ফলের চাহিদা বাড়বে এবং সাধারণ ভোক্তারা আরও সাশ্রয়ী দামে ফল কিনতে পারবেন। তবে শুল্ক কমানোর ফলে রাজস্ব আদায়ে সাময়িক প্রভাব পড়লেও, বাজারে ক্রয়ক্ষমতা বাড়ার মাধ্যমে রাজস্ব ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।