আলী রীয়াজ: সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা সম্ভব হবে না
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, বিদ্যমান কাঠামোর সংস্কার করা অত্যন্ত জরুরি, তবে এটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যাতে রাজনৈতিক ও সুশাসনের সব দিকের বিবেচনা করা হয়।
তিনি বলেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না, এবং এতে দুঃশাসন আবারও ফিরে আসবে।


বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলী রীয়াজ এসব মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার।
আলী রীয়াজ আরও বলেন, বিগত ১৬ বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, যা দুর্বল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সঠিক গণতন্ত্রের অভাব ও ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি না হওয়ার কারণেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। বিচার বিভাগও ধ্বংস করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে।
তিনি উল্লেখ করেন, সংস্কারের প্রস্তাব মূলত জনগণের ক্ষোভ ও বিক্ষোভ থেকে এসেছে। তাই কাঠামোগত সংস্কার ছাড়া স্বৈরতন্ত্রের মোকাবিলা সম্ভব হবে না, এবং এটি বারবার ফিরে আসবে।
আলী রীয়াজ বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, এবং বিচার ব্যবস্থা ধ্বংস করে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক নয়। বিচারহীনতার অবসান এবং সংস্কারের প্রক্রিয়া চলমান রাখার জন্য তিনি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সংস্কার প্রক্রিয়া চলবে, এবং এটি সবার সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে যাবে।