১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখই শূন্য, করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান
চলতি করবর্ষে ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে ১০ লাখ করদাতারই কোনো করযোগ্য আয় নেই, জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অর্থাৎ, ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন, তার বিপরীতে তারা কোনো কর প্রদান করেননি।
এনবিআর চেয়ারম্যান সোমবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এই তথ্য প্রদান করেন।


তিনি বলেন, “ডিজিটালি রিটার্ন সাবমিশন হওয়ায় সব তথ্য এখন আমাদের কাছে চলে আসে। গতকাল দেখলাম ১৫ লাখ ১৫ হাজার রিটার্ন জমা পড়েছে, এর মধ্যে ১০ লাখ রিটার্ন সাড়ে তিন লাখ টাকার নিচে। এসব করদাতা এক টাকাও কর দেয়নি।”
এনবিআর চেয়ারম্যান আরও জানান, “এখন যদি করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়, তবে শূন্য রিটার্নের সংখ্যা আরও বাড়বে।”
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিলেও, এনবিআর চেয়ারম্যান বলেন, এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি জানান, “এটা ঠিক যে করদাতাদের সংখ্যা বাড়ানো যেতে পারে, তবে যেসব করদাতা মিনিমাম কর দিতেন, তারা এখন জিরো ট্যাক্সে চলে যাবে।”
এছাড়া, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক থাকায় ব্যাংকে টাকা রাখতে না চাওয়ার বিষয়ে ইআরএফ সভাপতি মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, আসন্ন বাজেটে এর জন্য ‘রিলিফ’ দেওয়া হতে পারে।