মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর সাতখামাইর রেলস্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

একজন যাত্রীর বরাতে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটে ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। এতে ট্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় পাশের বগিগুলো দ্রুত সরিয়ে নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে যাত্রীরা নিরাপদে ট্রেন থেকে নেমে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Nagad

রেল যোগাযোগ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।