ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার
আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিপিএ নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলার ১০–১২ জন প্রান্তিক খামারির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খামারিদের ১০ দফা দাবি ও বাস্তব সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন অধিদপ্তরের মহাপরিচালক।


বিপিএ জানায়, সরকারের এই পদক্ষেপে খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন। তাই সরকারের প্রতি আস্থা রেখে এবং জনস্বার্থে ১ মে থেকে খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে খামারিদের প্রতি সরকারের সব নিয়ম মেনে বৈধভাবে খামার পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
তবে ১০ দফা দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।