সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর সম্পত্তি জব্দের আদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার তেজগাঁওয়ের চারতলা বাড়ি, চারটি প্লট, পল্লবীর একটি ফ্ল্যাট, ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব।

বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদনটি করেন।

দুদক জানায়, তাহমিনার নামে ১৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং তার ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এতে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

এছাড়া মামলার তদন্ত চলাকালীন ওই সম্পদ হস্তান্তরের চেষ্টা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এসব জব্দের আবেদন করা হয়।