চট্টগ্রাম জেলা রোভারের ২৫তম মাল্টিপারপাস ওয়ার্কশপ সম্পন্ন
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের ২৫তম মাল্টিপারপাস ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ মে) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, জেলা রোভার কমিশনার ও ওয়ার্কশপ পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান।


বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা রোভার সহ-সভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাকলিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা রোভার গ্রুপ কমিটির সভাপতি প্রফেসর মো. জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক এ. জেড. এম. বোরহান উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরএসএল এস. এম. হাবিব উল্লাহ হিরু।
কর্মশালায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী বছরের প্রোগ্রাম ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০ জন শিক্ষক অংশ নেন।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, “তরুণদের নৈতিক গঠনে স্কাউট আন্দোলন একটি শক্তিশালী মাধ্যম। এই আন্দোলন যেমন আধুনিকতা গ্রহণ করে, তেমনি মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষাও দেয়।” তিনি আরও বলেন, “শিক্ষকরা অবসরের পরও স্কাউট আন্দোলনে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রাখছেন।”
ওয়ার্কশপে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন লিডার ট্রেনার এস. এম. আফজর রহমান, জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ খালেদুর রহমান এবং সহকারী কমিশনার আবদুল হান্নান সিকদার।