ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনধি:কুড়িগ্রাম প্রতিনধি:
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে

শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের বিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তিলাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ৭ নং ওয়ার্ড যুবলীগ উপ কমিটির সভাপতি ইব্রাহিম (৪০), উপজেলা যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Nagad