এল ক্লাসিকো জিতে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

সংগৃহীত ছবি

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও রক্ষা করতে পারেনি রিয়াল মাদ্রিদকে। রোমাঞ্চকর এল ক্লাসিকোতে ৪-৩ গোলের জয় নিয়ে লা লিগা শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা।

রোববার অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ১৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তবে ১৯তম মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় বার্সা। এরপর মাত্র ১৩ মিনিটে পাল্টে যায় ম্যাচের চিত্র।

৩২ মিনিটে ইয়ামাল সমতা ফেরান, দুই মিনিট বাদে রাফিনিয়া গোল করে বার্সাকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রাফিনিয়ার আরেক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-২। ১০৩ বছরের এল ক্লাসিকো ইতিহাসে এই প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫টি গোলের দেখা মেলে।

বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত রিয়াল আর সমতায় ফিরতে পারেনি। অতিরিক্ত সময়ে ফেরমিন লোপেজ একটি গোল করলেও হ্যান্ডবলের কারণে সেটি বাতিল হয়।

এই জয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা। বাকি তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের শিরোপা। এমনকি পরের ম্যাচেই এস্পানিওলকে হারালেই চ্যাম্পিয়ন হবে রাফিনিয়ারা।

Nagad