দুদকের মামলায় হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একইসঙ্গে তার দণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।
বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ ও জাকির হোসেন।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য ৫৮৭ দিনের বিলম্ব মাফ করে দেন হাইকোর্ট।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।
২০২৩ সালের ২ আগস্ট এই মামলার রায়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এরপর চলতি বছরের ৬ মে দেশে ফিরে আদালতের শরণাপন্ন হন জোবাইদা রহমান।