ডলারের দর হবে বাজারভিত্তিক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় হঠাৎ করে ডলারের দর বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর এই ঘোষণা দেন।

তিনি বলেন, “বাজারভিত্তিক বিনিময় হার মানে এই নয় যে, ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এখন যে দামে লেনদেন হচ্ছে, তার কাছাকাছি থেকেই দর নির্ধারিত হবে বলে আশা করি।”

গভর্নরের এই ঘোষণাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই পদক্ষেপের ফলে জুন মাসে আইএমএফের দুটি কিস্তি ছাড় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ডলারের কৃত্রিম দর ধরে রাখার কারণে আমদানি ব্যয়, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে ব্যাঘাত ঘটছিল। বাজারভিত্তিক হার কার্যকর হলে রপ্তানিকারক ও প্রবাসী আয়কারীরা কিছুটা সুবিধা পাবেন।

তবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ রাখবে—এই বার্তা দিয়ে গভর্নর অর্থনীতিতে স্থিতিশীলতার আশ্বাস দিয়েছেন।

Nagad