মিশাকে মারধরের ভিডিও ভাইরাল, প্রকৃত ঘটনা যা জানা গেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় বুধবার (১৪ মে) রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে মারধর করা হয়েছে। বলা হয়, তিনি ‘মব’ বা উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন এবং রাস্তায় তাকে পিটিয়ে আহত করা হয়েছে। ভিডিওর দৃশ্যে ভিড় করে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকেও দেখা যায়।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগরের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও দেখা যায়, যা দেখে তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই ধারণা করেন, মারধরের কারণেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

তবে সত্যতা যাচাই করে জানা গেছে, ভিডিওটি ভুয়া। এটি অভিনেতা মিশা সওদাগরকে মারধরের কোনো ঘটনা নয়। তার নাম ব্যবহার করে ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

তবে মিশার হাসপাতালে থাকার ছবিটি সত্য। তিনি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ছবিটি সেখানকার হাসপাতাল থেকেই তোলা।

প্রসঙ্গত, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে মিশা সওদাগরের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সে সময় চিকিৎসা শেষে তিনি অভিনয়ে ফেরেন। তবে সাম্প্রতিক সময়ে একই স্থানে আবারও আঘাত পেলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।

অভিনেতা জায়েদ খান গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা ভাইয়ের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

Nagad