এআইইউবি প্রিমিয়ার লীগ: বিবিএ জ্যাগুয়ার্স চ্যাম্পিয়ন, জয় নারীদের রয়্যাল ফ্লেমসের
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত এআইইউবি প্রিমিয়ার লীগ (এপিএল) টি-১০ চ্যাম্পিয়নশিপ ২০২৫। সোমবার ( ১২ মে) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা।
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিবিএ জ্যাগুয়ার্স। রানারআপ হয় সিএস চ্যালেঞ্জার্স এবং তৃতীয় স্থান অধিকার করে ইইই ব্লাস্টার্স। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে এলএলবি স্পার্টান্স।


প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিভাগের ২৪টি দল। বিশেষ আকর্ষণ হিসেবে নারীদের একটি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হয়। এতে রয়্যাল ফ্লেমস বিজয়ী এবং ভেলভেট ভাইপার্স রানারআপ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টটি আয়োজন করে এআইইউবি অফিস অফ স্পোর্টস এবং সার্বিক সহযোগিতা প্রদান করে স্টুডেন্ট অফিস অফ অ্যাফেয়ার্স।