ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, জুলাই থেকে দাম কমছে ২০%

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৫

সংগৃহীত ছবি

আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম আগামী ১ জুলাই থেকে ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে গ্রাহক পর্যায়েও এই মূল্যহ্রাসের প্রভাব পড়বে।’

তিনি মোবাইল অপারেটরদের উদ্দেশে বলেন, ‘আমরা চাই নাগরিকরা যেন কম দামে মানসম্পন্ন ইন্টারনেট পান। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

Nagad