মামলা থাকায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে মামলা ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার না করলে তখন আপনারাই প্রশ্ন তুলতেন। তবে বিষয়টি তদন্তাধীন। নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রকাশিত প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘জুলাই মাসের গণহত্যার ঘটনায় যারা প্রকৃত অপরাধী, তারাই যেন গ্রেপ্তার হয়—এবং নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা রয়েছে।